ডেসমন্ড টুটুর মৃত্যু বিশ্বজুড়ে শোকের ছায়া

| মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৯:০৭ পূর্বাহ্ণ

বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ডেসমন্ড টুটু স্থানীয় সময় গত রবিবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। খবর বাংলানিউজের।
জনপ্রিয় ওই নেতার মৃত্যুতে দক্ষিণ আফ্রিকাজুড়ে নেমেছে শোকের ছায়া। দেশটির সঙ্গে যোগ দিয়েছে বিশ্ববাসীও। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পোপ ফ্রাঁসিস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, রানি দ্বিতীয় এলিজাবেথ, বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ডেসমন্ড টুটুর রাষ্ট্রীয় সমাধি সম্পন্ন হবে। মহান ওই নেতার মৃত্যুতে এক সপ্তাহব্যাপী ইভেন্ট আয়োজন করছে দক্ষিণ আফ্রিকা। রক্তিম আলোয় সাজানো হয়েছে কেপটাউন সিটি হল। গতকাল সোমবার এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কান নারীকে বিয়ে করতে হলে নিতে হবে ছাড়পত্র
পরবর্তী নিবন্ধসারাই খরচ শুনে ডিনামাইটে টেসলা উড়িয়ে দিলেন মালিক