সাম্প্রদায়িক হামলায় জড়িতরা সমাজ ও দেশের শত্রু

কোতোয়ালী থানা পূজা পরিষদের সভায় বক্তারা

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, কোতোয়ালী থানা শাখার বার্ষিক সাধারণ সভা গত ২৯ জুলাই বিকালে নগরীর মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি লিটন কুমার শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারণ দাশ প্রলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য।

মূখ্য আলোচক ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। প্রধান বক্তা ছিলেন মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের সাবেক সভাপতি ডা. তিমির বরণ চৌধুরী, কাউন্সিলর পুলক খাস্তগীর, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, মিথুন মল্লিক, অঞ্জন দত্ত, অশোক দেব লিটন, প্রকৌশলী সৈকত দাশ, জুয়েল দাশ রানা, ননীগোপাল আচার্য, প্রদীপ দাশ, ঝুন্টু ঘোষ।

প্রধান অতিথি বলেন, সামপ্রদায়িক হামলায় জড়িতরা সমাজ ও দেশের শত্রু। সাম্প্রদায়িক হামলাকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। এবার দুর্গোৎসবে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকবে মহানগর আওয়ামী লীগ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৮টার পর খোলা রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরাউজানে লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর বৃক্ষরোণ কর্মসূচি