রাউজানে লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর বৃক্ষরোণ কর্মসূচি

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর উদ্যোগে রাউজানস্থ মহামুনী পাহাড়তলীর মহামুনী এংলোপালি উচ্চবিদ্যালয় অনিরুদ্ধ বড়ুয়া অনি ৫০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল এবং ইউনিয়ন পরিষদ অফিসের আঙ্গিনাসহ রাস্থার দুই ধারে প্রায় ৫০০ ফলজ গাছ লাগানো হয়েছে। গত ২৯ জুলাই অনুষ্ঠিত বৃক্ষরোপণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন জেলা গর্ভনর লায়ন রুপম কিশোর বড়ুয়া।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন জহির উদ্দিন হেলাল, সেক্রেটারি লায়ন মিরাজুর রহমান তুহিন, ট্রেজারার লায়ন দুলাল কান্তি বড়ুয়া, লায়ন সুভনাজ জিনিয়া, লায়ন আশরাফুল ইয়াসিন, লায়ন রাজিব বড়ুয়া, লায়ন আবদুল্লাহ আল হারুন, লায়ন দেলোয়ার হোসেন সহ ক্লাবের অন্যান্য লায়ন সদস্যবৃন্দ এবং লিও সদস্যবৃন্দ।

কর্মসূচিতে লায়ন রুপম কিশোর বড়ুয়া বর্তমান বিশ্বের আবহাওয়া এবং পরিবেশের উপর গুরুত্ব দিয়ে বেশী বেশী গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়ার অনুরোধ জানান। তিনি ১টি গাছ কাটার বিপরীতে ২টি থেকে ৩টি করে গাছ লাগানোর অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক হামলায় জড়িতরা সমাজ ও দেশের শত্রু
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের আদর্শ চিকিৎসক হওয়ার আহ্বান