সাম্প্রদায়িক হামলাকারীদের শাস্তি দাবি করছি : সুজন

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০৬ পূর্বাহ্ণ

চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, সাম্প্রদায়িক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, ভবিষ্যতে যেনো কেউ আর এই কাজ করার সাহস না পায়। সনাতনী সম্প্রদায়ের উপর চলমান বর্বোরচিত হামলার প্রতিবাদে উত্তর কাট্টলী সনাতনী সম্প্রদায়ের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ কর্ণেল হাট প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাবু কনকন দাশ শর্মার সভাপতিত্বে ও সংগঠক টুনটু দাশ বিজয়ের সঞ্চলনায় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা যামীনি কুমার দে, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক এড. নটু কুমার চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোধনের সমাবর্তন অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধশিক্ষা উপমন্ত্রীর সাথে ডা. আঞ্জুমান আরা-আরিফুল আমীন পরিষদের সাক্ষাৎ