বোধনের সমাবর্তন অনুষ্ঠান

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০৬ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের ত্রয়ঃপঞ্চাশত্তম, চতুঃপঞ্চাশত্তম ও পঞ্চপঞ্চাশত্তম আবর্তনের সমাবর্তন গতকাল শুক্রবার নগরীর থিয়েটার ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়।
বোধন সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। সাধারণ সম্পাদক প্রণব চৌধুরীর উপস্থাপনায় সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক শিমুল নন্দী। বক্তব্য দেন, সহ সভাপতি অ্যাড. নারায়ণ প্রসাদ বিশ্বাস। নাট্যজন আহমেদ ইকবাল হায়দারকে বোধনের পক্ষ থেকে স্মারক তুলে দেন আবদুল হালিম দোভাষ। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন প্রেমাঞ্জিতা মজুমদার, সৌমিত্র বসু, মিথিলা দাশ, সুস্মিতা মহাজন প্রমা, সাদমান রহমান, নাবিল রাইদা নাওয়ার, মো. মোতাহার হোছাইন, ডা. নিউটন ঘোষ, তাহেরা আফিফা, প্রান্তিকা দাশ, মুন্না চৌধুরী, বনশ্রী বড়ুয়া, তন্বী ধর, জয়িতা দাশ, মমি ভট্টাচার্য, করবী চৌধুরী, মনিকা গোমেজ, নন্দিনী বিশ্বাস, পুস্পিতা পাল, শম্পা রানী পাল, শাহীন সুলতানা, হোসনে আরা নাজু, রওশন আব্বাস মুন্নী ও সত্যজিৎ চক্রবর্তী। কবি উৎপলকান্তি বড়ুয়ার ‘শোনো মুজিবুর’ কবিতাটি মাইনুল আজম চৌধুরীর নির্দেশনায় শিক্ষার্থীরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। কবি তাঁর ‘শোনো মুজিবুর’ বইটি সকল আবৃত্তিশিল্পীর হাতে তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যানি গুহ ও সন্দীপন সেন একা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনায়েত বাজার মহিলা কলেজ ওরিয়েন্টশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক হামলাকারীদের শাস্তি দাবি করছি : সুজন