জাতির জনক শেখ মুজিবুর রহমান এর হাজারো স্বপ্ন বিশ্বের বুকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া, একাত্তর পরাজিত শক্তি অন্ধকার রাতে এক নিমিষেই শেষ করে দেয় সব! বাবার স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অসহায় সেই দেশ অনেকটা সবল সতেজ আজকের এই বাংলাদেশ এই প্রাপ্তি আমাদের সকলের। আমরা যদি হাতে হাত রেখে পথ না চলতাম তাহলে বিশ্বের বুকে বাংলাদেশ বিস্ময় হতোনা। আর এই সুনামকে বিশ্বের বুকে কুৎসা রটনায় একাত্তর পরাজিত শক্তি সবসময় উৎপেতে থাকে কখন কোনো ফাঁক ফুখর পাই কিনা তিলকে তাল বানাতে, সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। গুজবে কান দিবেন না। জাতি বলতে একটাই শুধু শব্দ আছে আর সেটা হলো মানুষ জাতি, মসজিদ মন্দিরে নয় বিধাতা থাকেন মানুষের হৃদয়ে মানুষকে কষ্ট দেয়া কোনো ধর্ম হতে পারে না, ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, হাতে হাত রেখে পথচলা শেখায় সবকিছুর পূর্ব শর্ত হলো মনুষ্যত্ব। মনুষ্যত্ব ওয়ালা একজন মানুষ কখনো বিনা কারণে আঘাত তো দূরের কথা মন খারাপ হয় এমন কথাও বলতে পারে না। মহামারিতেও একে অপরের বিপদে দৌড়ে গিয়েছি, অজপাড়ায় হাসপাতাল করেছি, অক্সিজেনের ব্যবস্থা করেছি নিঃশ্বাস নেয়ার জন্য প্রিয় প্রতিবেশী বেঁচে থাকার জন্য। তাহলে আজ কেনো অপশক্তির গুজবে আমরা ভাই ভাই ঝগড়া বিবাদ করতে যাবো? আমরা মারামারি হানাহানি নয় আসুন আমরা গুজবে কান না দিয়ে ভালোবাসায় এগিয়ে যায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং পৃথিবী থেকে অমানুষদেরকে বিতাড়িত করার লক্ষ্যে সবাই হাতে হাত রেখে এগিয়ে যায় কারণ পৃথিবীটা মানুষের অমানুষের নয়।