রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের সামাজিক সুরক্ষা কার্যক্রমে বৈধ উপকারভোগীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চলের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের নিয়ে ওরিয়েন্টেশন সভা গতকাল রবিবার সকাল ১০ টায় বিভাগীয় শ্রম দপ্তর, চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার (অতিরিক্ত সচিব)। তিনি সামাজিক সুরক্ষা কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে শ্রমিক নেতৃবৃন্দকে প্রচার প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সভায় শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক আবু আশরীফ মাহমুদ, বিজিএমইর সাবেক পরিচালক ও আইএলও শ্রম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এ. এন. এম সাইফুদ্দিন, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. শফর আলী ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবু আশরীফ মাহমুদ বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারির পর কোভিড- ১৯ বা অন্য কোন কারণে কর্মহীন হয়ে পড়া রপ্তানীমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পের শ্রমিকগণ এ সহায়তা প্রাপ্য হবেন। এক্ষেত্রে শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট এবং জাতীয় পরিচয়পত্র থাকা আবশ্যক বলে তিনি সভায় উল্লেখ করেন । আয়োজিত ওরিয়েন্টেশন সভায় বক্তাগণ এ কার্যক্রমটিকে বর্তমান সরকারের একটি শ্রমিক বান্ধব কার্যক্রম হিসেবে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।