সামাজিক সংগঠন সরকারের সহায়ক শক্তি হয়ে কাজ করছে

খাদ্য বিতরণ অনুষ্ঠানে নাছির

| শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশের হতদরিদ্র মানুষের মাঝে সরকারের সহযোগিতায় বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারের এই কাজে সহায়ক শক্তি হিসেবে সেইভ দ্যা হাঙ্গার পিপলসের মত অনেকগুলো সামাজিক সংগঠন মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করে যাচ্ছে। সরকারের সাথে এমন উদ্যোগ গ্রহণ করে সামাজিক সংগঠনগুলো যে মানবিক দায়িত্ব পালন করছে তা নিঃসন্দেহে প্রশংসীয়। কেউ যাতে না খেয়ে দিনাতিপাত না করে সেই লক্ষ্য নিয়ে সামাজিক সংগঠনের এমন উদ্যোগ দেশজুড়ে সমাদৃত হয়ে উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কার্যালয় চত্বরে সেইভ দ্যা হাঙ্গার পিপলস’র উদ্যোগে নিম্নজীবী দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সামাজিক সংগঠন সেইভ দ্যা হাঙ্গার পিপলসের চেয়ারম্যান রোকসানা পারভিন রুবা, সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মো. সোহেল হক, কার্যকরী সদস্য মো. মুরাদ হোসেন, যুবলীগ নেতা আতিকুর রহমান, মো. শাহ আলম সিকদার, মো. সাহেদ হোসেন হিরা, মো. জিসান আহম্মদ মেরাজ, মো. ফুয়াদ হক আকিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কর্মশালা