সামাজিক যোগাযোগ মাধ্যম

ছাইফুল হুদা ছিদ্দিকী | সোমবার , ৭ জুন, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম এই সময়ে আমাদের জীবনে ব্যাপক প্রভাব রেখে চলেছে। সারা পৃথিবীতো বটে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ এর জন্য এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিচ্ছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। হারিয়ে যাওয়া বন্ধুকে ফিরে পাওয়া, দূরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ সব মিলে, ফেসবুক জাদুতে দূর হয়েছে সামাজিক বিচ্ছিন্নতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত সমস্যার সমাধান খোঁজা ঠিক নয়। ব্যক্তিগত সমস্যার সমাধান নিজে নিজেই করুন। বর্তমান সমাজের নানান অসঙ্গতি তুলে ধরুন আর সাথে সাথে আসুন সবাই মিলে এর সত্যিকারের সমাধান খুঁজে বের করি। আর সমস্যাটির সমাধান করি। তা হলে সুন্দর পরিপাটি হবে আমাদের সমাজ এবং সামাজিক মূল্যবোধ। অল্পে তুষ্ট হলে আমাদের বর্তমান এবং আগামীর দিনগুলো হবে আরো আলোকিত। তোমার প্রিয় অনুভূতিগুলো তাদের কাছে প্রকাশ করো না। যারা এগুলোর সঠিক মূল্য দিতে জানে না কিংবা দেয় না। নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণের চাবিকাঠি হোক সামাজিক যোগাযোগ মাধ্যম।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়োজনীয়তা
পরবর্তী নিবন্ধআগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দক্ষ প্রজন্ম গড়ে তুলতে হবে