ফেইসবুক মুলত সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে মানুষের জন্য আবিস্কার হলেও এটি এখন সে অবস্থানে নেই। এখন এটি পরিণত হয়েছে হিংসা, বিদ্বেষ, ঝগড়া, বিবাদ, আইন, বিচার, হাসি, কান্না, সুখ, দুঃখ, প্রেম, ভালবাসা,আজব, গুজব
ইত্যাদি’র মাধ্যম। কারো অনুভূতি প্রকাশ করে ফেইসবুক বন্ধুদের মাঝে। আবার অনেকে বিচার চায়, অনেকেই ঝগড়ার সূচনাটা শুরু করে এখান থেকেই। অনেকেই পাপ করার পর প্রায়শ্চিত্ত করে পোস্ট দিয়ে। কেউ আবার হুমকি ধমকিরও জবাব দেয় এই মাধ্যমে। বলা যায় যে ঘটনা আগে আশে পাশের জনেরা জানত আজ ফেসবুকের কল্যাণে তা ছড়িয়ে যায় সবখানে। অনেকেই আবার নিজেকে ধোয়া তুলসীপাতা বানানোর চেষ্টা করে। তারা ভাবে না যে ফেইসবুক কোন আইন আদালত নয় কিংবা নয় কোন সমস্যার সমাধানকারী। এখানে সব কিছুর শুধুমাত্র পছন্দ ও মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ। ভাল কোন কিছু বেশীদিন ভাল থাকতে না দেওয়া মানুষের কাজ। কারণ সেটিকে নষ্ট না করা পর্যন্ত মানুষ শান্তিতে থাকতে পারেনা। তাইতো যোগাযোগ মাধ্যম আজ আজব আর গুজব কাহিনীতে ভরা। এখানে কোন কিছু দেখলেই মানুষ প্রথমে বিশ্বাস করেনা। কারণ সুত্র নেই, ভিত্তি নেই। অথচ এটি হওয়ার কথাছিল সকলের বিশ্বাস উপযোগী। কিন্তু মানুষ এই মাধ্যমে বিশ্বাসটাকে টুনকু করে অবিশ্বাসের মাধ্যম বানিয়ে ফেলেছে। প্রযুক্তি আশীর্বাদ নাকি অভিশাপ? তা একমাত্র ব্যবহারকারীর উপর নির্ভর করে। শুধু শুধু প্রযুক্তিকে দোষ দিয়ে লাভ কি? সামাজিক যোগাযোগ মাধ্যম হোক এসব ভিত্তিহীন বিষয় বর্জিত। তাহলেই এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে।