গণমাধ্যম কর্মীদের পূর্ণ বাক স্বাধীনতা থাকা উচিত

| বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

‘সত্য বলিতে চাহি না, তবু বলিতে হয়, পাছে যদি কাহারো উপকার হয়’। সত্য কথা বলে বিপদে পড়ার মত লোক দেশে খুব কমই আছে। কিন্তু পেশাগত দায়িত্ব ও নীতি নৈতিকতার কারণে গণ মাধ্যম কর্মীদের কোন কোন সময় এমন কিছু সত্য প্রকাশ করতে হয় যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয়। মামলা মোকদ্দমা সহ নানাবিদ লাঞ্চনার শিকার হতে হয়। এটা বাক স্বাধীনতা ও মুক্ত কণ্ঠের পক্ষে যায় না। প্রকাশিত কোন সংবাদ যদি অসত্য হয়ে থাকে অথবা সত্য সংবাদ প্রকাাশের কারণে কোন ব্যক্তি, পক্ষ, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার জন্য প্রেস কাউন্সিল করা যেতে পারে।ইতিপূর্বে প্রেস কাউন্সিলিং এর মাধ্যমে অনেক জটিল বিষয় মিমাংসিত হয়েছে। কিন্তু মামলা দিয়ে, হয়রানি করে স্বাধীন মত প্রকাশে বাধাগ্রস্ত করা বাক স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও বস্তিুনষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকরা জাতির কাছে দায়বদ্ধ। সাংবাদিকরা এই দায়বদ্ধতা এড়াতে পারে না বলেই প্রকৃত তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করে। আর এই কারণে কোন সাংবাদিক ভাই লাঞ্চিত হোক, অপদস্থ হোক এটা কিছুতেই কাম্য নয়। তাই দেশ ও জাতির সার্বিক কল্যাণে সংবাদ কর্মীদের বাক স্বাধীনতা থাকা উচিত।
শাহ নেওয়াজ, মধ্যম হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরণেশ দাশগুপ্ত: এক অনন্য প্রগতিশীল সত্তা
পরবর্তী নিবন্ধসামাজিক যোগাযোগ মাধ্যম!