সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। এর মধ্যে লক্ষ্যণীয় আমাদের চারপাশের ঘটনাবলীর মধ্যে ভালো খারাপ উভয় দিকই ছড়িয়ে পড়ছে। সংবাদগুলো আমাদের আনন্দ দান করছে একই সাথে খারাপ সংবাদগুলো আমাদের সচেতন করছে! খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে ভালো সংবাদ ছড়ানোর মাধ্যমে আমরা একে অন্যের সাথে হাসির মুহূর্তগুলো আমাদের সম্পর্কগুলোকে আরো জীবিত রাখছে! হিংসাত্মক-আক্রমণাত্মক সংবাদ শেয়ার করার মাধ্যমে আমরা অজান্তেই চারপাশে কার্বন মনোঙাইডের মতো ক্ষতিকর বিষ সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি।এতে ব্যক্তিসত্তার উন্নয়ন হচ্ছে না বরঞ্চ দোষ ত্রুটি সমূহ স্মরণ করার মাধ্যমে প্রতিহিংসার অজান্তেই চর্চা হচ্ছে! তাই ভালো খবর শেয়ার করি। ভালোবাসা ছড়িয়ে দিই মানুষে মানুষে, সম্পর্কগুলো বাঁচিয়ে রাখি আত্মায় ও আত্মায়!