আনন্দ রাখি কই

আলেক্স আলীম | শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১০:৩২ পূর্বাহ্ণ

বাস্তবে দিলে ধরা
আনন্দ রাখি কই!
পদ্মার বুকজুড়ে
কী বিশাল সেতু ঐ!
বিজয়ের মাসে এসে
নতুন দিগন্ত।

সকলের হাসিমুখ
দেখা যায় দন্ত!
কতশত বাধা ছিলো
ছিলো ষড়যন্ত্র!
বিফলেই গেছে সব
দাতাদের মন্ত্র!
কান্ডারী আছে এক
মুজিবের কন্যা।

লাল আর সবুজের
চারিদিকে বন্যা।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নের পদ্মাসেতু ও আজকের বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসামাজিক যোগাযোগ মাধ্যম এবং সম্পর্কের চর্চা