সামাজিক বনায়নকে সমৃদ্ধ করতে নেয়া হচ্ছে নতুন পরিকল্পনা

দলিল হস্তান্তর অনুষ্ঠানে ফজলে করিম

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩৩ পূর্বাহ্ণ

রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, বন আমাদের সম্পদ, এই বনকে বাঁচিয়ে রেখে আরো সমৃদ্ধ করতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগানের সাথে ইকো পার্ক হচ্ছে। এখানে থাকবে নানা জাতের পশু পাখি। তিনি বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সন্দ্বীপের নিঝুম চরে হাজার হাজার হরিণের বিচরণ। প্রতিদিন সেখানে কুকুরে মেরে খাচ্ছে হরিণ। সেখান থেকে হরিণ এনে এখানকার বনে ছাড়া যেতে পারে। তিনি গতকাল সোমবার বনবিভাগ আয়োজিত সামাজিক বনায়নের চুক্তির আওতায় আনা ২৭৫ পরিবারের হাতে দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জানা যায়, বনবিভাগ সাংসদ ফজলে করিম চৌধুরীর সহায়তায় বেদখল হওয়া সাড়ে চারশ একর বনভূমি উদ্ধার করে। উদ্ধার করা জমিতে বনবিভাগ সাড়ে চার লাখ চারা রোপণ করে সামাজিক বনায়নের চুক্তিতে ২৭৫ পরিবারকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়।
পৌরসভার ঢালামুখ চেক পোস্ট প্রাঙ্গণে আয়োজিত দলিল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, আনোয়ারুল ইসলাম, ভূপেষ বড়ুয়া, জানে আলম জনি, বিএম জসিম উদ্দিন হিরু, আবদুল জব্বার সোহেল, জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন কর্মকর্তা আবদুর রশীদ।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের বই নিয়ে আলাদা লাইব্রেরি প্রতিষ্ঠা সময়ের দাবি
পরবর্তী নিবন্ধমামুনুলদের মামলা প্রত্যাহার না হলে আন্দোলন