মুক্তিযুদ্ধের বই নিয়ে আলাদা লাইব্রেরি প্রতিষ্ঠা সময়ের দাবি

অনলাইন বাংলা বইমেলার সেমিনারে বক্তারা

| মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩২ পূর্বাহ্ণ

সাহিত্যে মহান মুক্তিযুদ্ধের বই আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনন্য ইতিহাস নিয়ে রচিত হয়েছে অগণিত বই। এসব বইয়ে মুক্তিযুদ্ধ উপস্থাপিত হয়েছে নানাভাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বইগুলো থেকে সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে। তবে মুক্তিযুদ্ধের চেতনা এবং ইতিহাস চর্চার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধের বই নিয়ে আলাদা লাইব্রেরি প্রতিষ্ঠা সময়ের দাবি। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপী অনলাইন বাংলা বইমেলার গতকাল সোমবার ২১ তম দিনে ‘চট্টগ্রামে মুক্তিযোদ্ধা লেখকদের প্রকাশনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ গবেষক ও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন গেরিলা কমান্ডার ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙালি, বীর মুক্তিযোদ্ধা কবি সাথী দাশ। স্বাগত বক্তব্য রাখেন কবি সাংবাদিক অমিত বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য দেন সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, ধন্যবাদ বক্তব্য দেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক সাংবাদিক রাশেদ রউফ। ছড়াকার সৈয়দা সেলিমা আক্তারের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক সেলিম সোলায়মান, লেখক কায়কোবাদ, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, গল্পকার বিপুল বড়ুয়া, কবি আবুল কালাম বেলাল, অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, কবি আজিজ রাহমান, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, মুহাম্মদ মহসীন চৌধুরী, সংগঠক এম কামাল উদ্দিন, অনুবাদক ফারজানা রহমান শিমু, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, গল্পাকর সাংবাদিক ইফতেখার মারুফ, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, লেখক শিপ্রা দাশ, লেখক শাহরিয়ার আদনান শান্তনু, এস এম মোখলেসুর রহমান, জয়তুন নেসা জেবু, ছড়াকার তসলিম খা, সাংবাদিক আরিফ রায়হান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইডিইউতে ‘লার্ন ফ্রম দ্য লিডার্স’ শীর্ষক কর্মশালা
পরবর্তী নিবন্ধসামাজিক বনায়নকে সমৃদ্ধ করতে নেয়া হচ্ছে নতুন পরিকল্পনা