সামর্থ্যের পরিচয় দিয়ে দিপু টেস্ট দলে জানালেন প্রধান নির্বাচক নান্নু

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৫ জুন, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । দলে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট দলের ৯৫ ভাগই আছেন। দলে নতুন মুখ দুজন। তাদের মধ্যে অন্যতম চট্টগ্রামের ছেলে শাহাদাত হোসেন দিপু । প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান দিপু তাদের বিবেচনায় ছিলেন। দিপু ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ‘এ’ দলের হয়ে সামর্থ্যের পরিচয় দিয়েছেন। তাই মিলেছে সুযোগ। নান্নু বলেন, দিপু হাই পারফরম্যান্স ইউনিটের প্লেয়ার। আমরা তাকে নার্সিং করে আসছি। সে আমাদের পরিচর্যার ভেতরে আছেও। আমরা তাকে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরিই করে আসছিলাম। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ৪ দিনের ম্যাচ খেলেছে দিপু। ভালোও করেছে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা দিপু এনসিএল আর প্রিমিয়ার লিগেও পারফরম্যান্স ভালো ছিল। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সাথেও ভালো খেলেছে। তার আমাদের আস্থা আছে। আশা করি সে আস্থার প্রতিদান দেবে চট্টগ্রামের এই তরুণ। বলার অপেক্ষা রাখে না, মাহমুদুল হাসান জয়ের মত ২২ বছরের শাহাদাত হোসেন দিপুও আকবর আলীর নেতৃত্বে যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ ১৯ দলের সদস্য ছিলেন। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের পক্ষে খেলে ১৩ ম্যাচে দিপু করেছেন ৪৮০ রান। যাতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০৪ রানের দারুন একটি ইনিংসও রয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে ৬৬ রানের আরও একটি ইনিংস আছে। এছাড়া দিপুর ২০টি প্রথম শ্রেণির খেলায় ২ সেঞ্চুরি আর ১০ টি হাফ সেঞ্চুরি সহ ১২৬৫ রান আছে। ফাস্টক্লাসে ১৫৯ সর্বোচ্চ স্কোরই বলে দেয় একটু রয়েসয়ে লম্বা সময় উইকেটে থেকে দীর্ঘ ইনিংস সাজানোর সামর্থ্য আছে তার। এবারের চট্টগ্রামের প্রিমিয়ার লিগেও ছিল সফল ব্যাটার দিপু। আবাহনীর হয়ে খেলা দিপু লিগে দুটি সেঞ্চুরি করেন। ৮ ইনিংসে ৪৮২ রান করে দিপু ছিলেন সর্বোচ্চ রান স্কোরার। দুটি সেঞ্চুরি ছাড়াও করেছিলেন দুটি হাফ সেঞ্চুরি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১১৫ বলে ১২৯ রান ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ১৩৪ বলে করেছিলেন ১১৩ রান। চট্টগ্রামের পটিয়ার ছেলে দিপু তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন ইস্পাহানী একাডেমির হয়ে। সাবেক জাতীয় দলের ক্রিকেটার নুরুল আবেদীন নোবেলের তত্বাবধানে নিজেকে গড়ে তোলেন চট্টগ্রামের এই তরুন। ধীরে ধীরে তিনি আজ জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। তাও টেস্ট দলে। স্বাভাবিকভাবেই বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীণ নান্নুও দিপুর এই কৃতিত্বে দারুন খুশি। কারন এই তরুনকে গড়ে তোলার পেছনে নান্নুর অবদানও কম নয়। এখন দেখার বিষয় নিজেকে কতটা স্থায়ী করতে পারেন দলে দিপু।

পূর্ববর্তী নিবন্ধঈদে নতুন চমক নিয়ে আসছেন এস ডি রুবেল
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বলী খেলায় চকরিয়ার জীবন বলী চ্যাম্পিয়ন