সামরিক স্থাপনায় ড্রোন হামলা প্রতিহতের দাবি ইরানের

| সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি সামরিক স্থাপনায় যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা একটি ‘অসফল’ ড্রোন হামলার কারণে হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ভাষ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা একটি ড্রোনে আঘাত হানে, অপর দুটি প্রতিরক্ষা ফাঁদে আটকা পড়ে ও বিস্ফোরিত হয়। সৌভাগ্যবশত, এই অসফল হামলায় কারও প্রাণহানি হয়নি এবং এটি ওয়ার্কশপের ছাদের সামান্য ক্ষতি করেছে।

গত বছরের জুলাইয়ে ইরান বলেছিল, তারা ইসরায়েলের হয়ে কাজ করা কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের দিয়ে বানানো একটি নাশকতাকারী দলকে গ্রেপ্তার করেছে, যাদের পরিকল্পনা ছিল ইসফাহানের ‘সংবেদনশীল’ প্রতিরক্ষা খাতের কেন্দ্র উড়িয়ে দেওয়া। তেহরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান ওই নাশকতাকারীদের আটকের ঘোষণা দিয়েছিল।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, এই হামলা আমাদের স্থাপনাগুলো এবং লক্ষ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি, এই ধরনের কানা পদক্ষেপ আমাদের আমাদের দেশের অগ্রগতির ধারাবাহিকতায়ও কোনো প্রভাব ফেলবে না।

বিগত কয়েক বছরে ইরানের সামরিক, পারমাণবিক ও শিল্প কেন্দ্রগুলোতে একাধিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধএকপেশে ম্যাচে মোহামেডানকে উড়িয়ে দিল আবাহনী
পরবর্তী নিবন্ধপাকিস্তানে জ্বালানির দাম লিটারে ৩৫ টাকা বাড়ল