সীতাকুণ্ডে গরুবাহী ট্রাকের চালক হত্যার ঘটনায় ব্যবহৃত দেশিয় তৈরি এলজি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটক আসামিদের দেয়া তথ্যে ঘটনাস্থলের পাশে নির্মাণাধীন একটি রিসোর্ট ভবনের কক্ষ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। ঘটনার পর আসামিরা অস্ত্রটি সেখানে মাটিতে পুঁতে রেখেছিল। তবে এই অস্ত্র দিয়ে ট্রাক চালককে খুন করা হয়েছিল না আর অন্য কোনো অস্ত্র তারা ব্যবহার করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। রোববার অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক একটি অস্ত্র মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় জড়িত দুই ভাইকে রোববার ভোরে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার গ্রেপ্তার তিন ডাকাতকে পুলিশ শনিবার আদালতে পাঠালে রবিউল ওরফে মাইজ্জা নামে একজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। অপর দুইজন নাদিম ওরফে নাজিম ও মানিকসহ স্বীকারোক্তি দেওয়া রবিউলকে ৬ দিনের রিমান্ডে আনে পুলিশ। শনিবার বিকালে তাদের নিয়ে দফায় দফায অভিযান চালালেও অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে রোববার ভোরে র্যাব-৭ এর একটি টিম এ ঘটনায় জড়িত সাদ্দাম হোসেন বাচা (৩০) ও মোহাম্মদ তুহিন (২৪) নামে দুই ভাইকে সাভারের দেওগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। তারা চট্টগ্রামের রাউজান থানার গহিরা ইউনিয়নের বক্সি চৌধুরী বাড়ির আবদুল করিমের পুত্র।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম বলেন, রিমান্ডে থাকা তিন আসামি ও র্যাবের হস্তান্তর করা দুই আসামিসহ ৫জনকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত হই। পরে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৪নং ব্রিজের পশ্চিমে নির্মাণাধীন একটি রিসোর্টের নীচ তলার একটি কক্ষে মাটিতে পুঁতে রাখা ওই অস্ত্রটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক মামলা হয়েছে। এ ঘটনায় র্যাব-৭ এর হস্তান্তরকৃত আসামিদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত পিকআপটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৬ জুলাই ভোররাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক সড়কে বিবিরহাটমুখী একটি গরুবাহী ট্রাকে হানা দেয় ডাকাতদল। এসময় ডাকাতের বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত ট্রাক চালিয়ে চলে যাওয়ার সময় ডাকাতরা গুলি করে ট্রাক চালক আবদুর রহমানকে (৫০) হত্যা করে। এ ঘটনায় আবদুর রহমানের এক আত্মীয় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন।