পরীক্ষা বাড়ায় শনাক্তও বাড়ল

দেশে ফের ১১ হাজারের উপরে রোগী, আরও ২২৮ মৃত্যু

আজাদী ডেস্ক | সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ঈদের ছুটি শেষে নমুনা পরীক্ষা বেড়ে আগের অবস্থায় পৌঁছে যাওয়ায় দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ফের ১১ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে আরও সোয়া দুইশ মানুষের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে সাড়ে ৩৭ হাজার নমুনা পরীক্ষা করে ১১ হাজার ২৯১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এক দিনে ২২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনে। আর আক্রান্তদের মধ্যে মোট ১৯ হাজার ২৭৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১০ হাজার ৫৮৪ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।
ঈদের ছুটির আগে সর্বশেষ কর্মদিবসের পরিস্থিতি নিয়ে গত ২০ জুলাই যে পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছিল, তাতে সাড়ে ৩৯ হাজার নমুনা পরীক্ষা করে ১১ হাজার ৫৭৯ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়ার কথা জানানো হয়েছিল, মৃত্যু হয়েছিল ২০০ জনের।
২০ জুলাই ছিল ঈদের ছুটির প্রথম দিন। নমুনা পরীক্ষার সংখ্যা সেদিন থেকেই কমতে শুরু করে। সেই সঙ্গে কমতে থাকে শনাক্ত রোগীর সংখ্যা। ঈদের দিন প্রায় সাড়ে ১১ হাজার নমুনা পরীক্ষা করে পর দিন ৩ হাজার ৬৯৭ জন নতুন রোগী শনাক্ত হয়। সেদিনও ১৮৭ জনের মৃত্যু হয়েছিল। ২১ জুলাই থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আট হাজারের নিচেই ছিল। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা ১৬৬ জনের নিচে নামেনি।
ঈদের ছুটির পর নমুনা পরীক্ষা আবার ৩৫ হাজার ছাড়ার সঙ্গে সঙ্গে শনাক্ত রোগীর সংখ্যাও ঈদের আগের পর্যায়ে পৌঁছে গেল, সেই সঙ্গে বেড়ে গেল দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত এক দিনে কেবল ঢাকা বিভাগেই ৪ হাজার ৭৫৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের ৪২ শতাংশ। এছাড়া চট্টগ্রাম বিভাগে দেড় হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। যে ২২৮ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৬৯ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। খুলনা বিভাগে ৫০ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। নমুনা সংগ্রহ হয়েছে ৩৭ হাজার ৯৭২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৫৮৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৪ লাখ ৫৫ হাজার ২৮১টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৭৭। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। মৃত ২২৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৪ জন। বেসরকারি হাসপাতালে ৪০ জন এবং বাড়িতে ১৪ জন মারা যান।
এদিকে, বিশ্বে শনাক্ত রোগী ইতোমধ্যে ১৯ কোটি ৩৮ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৪১ লাখ ৪৫ হাজারের বেশি মানুষের।

পূর্ববর্তী নিবন্ধসম্পদের হিসাব দিতে হবে সরকারি চাকরিজীবীদের
পরবর্তী নিবন্ধসাভার থেকে দুই ভাই গ্রেপ্তার মাটিতে পুঁতে রাখা এলজি উদ্ধার