সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। জাফরুল ইসলাম চৌধুরীর প্রথম নামাজে গতকাল মঙ্গলবার রাত ৮ টায় নগরীর পাথরঘাটা সেন্ট প্লাসিডস স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাজা আজ বুধবার সকাল ১০টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। তৃতীয় নামাজে জানাজা দুপুর ২টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে, চতুর্থ নামাজে জানাজা বিকাল ৩টায় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বাঁশখালীর কালীপুরস্থ বাড়ির পাশে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
বর্ণাঢ্য জীবনের অধিকারী জাফরুল ইসলাম চৌধুরী। ১৯৫০ সালের ১৪ অক্টোবর বাঁশখালীর কালীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বারের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বাঁশখালী হতে বিএনপির প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। ’৯৬ এর ১২ জুলাই তিনি আবারো সংসদ নির্বাচিত হন। এরপর ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিজয়ী হয়ে তৎকালীন সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৮ সালের ১৯ ডিসেম্বর আবারো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, ২০১০ সাল থেকে দীর্ঘ সময় দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন-সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, এম এ লতিফ এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, সাবেক সিটি মেয়র মাহমদুল ইসলাম চৌধুরী, সাবেক সিটি মেয়র এম মনজুর আলম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লা বুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবদুল আউয়াল মিন্টু, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, জয়নুল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন, রোজি কবির, গোলাম আকবর খন্দকার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, এসএম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর বিএনপির ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আবু সুফিয়ান ও মোস্তাক আহমদ, চট্টগ্রাম চেম্বার পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, নাটাবের মোরশেদুল আলম কাদেরী, ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদাত আলম, যুক্তরাষ্ট্র প্রবাসী আইটি বিশেষজ্ঞ আ ন ম অহিদুল আলম, বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব, অর্থ সম্পাদক লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল ও সাংগঠনিক সম্পাদক আবু ওবাইদা আরাফাত, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল আলম শহীদ, সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জামাল হোসেন, সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাক, সাতকানিয়া পৌর বিএনপির আহ্বায়ক শওকাত আলী চৌধুরী ও সদস্য সচিব আবদুর রহিম, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী, সিপিপির উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারী সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রমুখ।
জাফরুল ইসলাম চৌধুরী মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পবিারের প্রতি সমবেদনা জানান।