সাবেক পৌর কাউন্সিলর মুন্সি মিয়া সওদাগর

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর, ২০২০ at ৭:০২ পূর্বাহ্ণ

পটিয়ার সাবেক পৌর কাউন্সিলর মো. মুন্সি মিয়া সওদাগর (৭৫) গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বুধবার বাদ জোহর পটিয়া শাহ্‌ চান আউলিয়া কামিল মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে পৌরসভার ৭নং ওয়ার্ডের বাহুলী গ্রামের কমিশনার বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম শোক জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধতবুও হাসি নেই চাষিদের মুখে
পরবর্তী নিবন্ধকাবেরী বড়ুয়া লাকী