মাদারীপুরে ইউপি নির্বাচনের একটি ভোট কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রাজৈর উপজেলার ঈশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে গতকাল রোববার বিকেলে এই ঘটনা ঘটে। খবর বিডিনিউজের।
এই ঘটনায় রাব্বানী ও প্রতিপক্ষের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। রাব্বানীর দাবি, জাল ভোট ঠেকাতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন। কিন্তু প্রতিপক্ষের দাবি, রাব্বানী প্রভাব বিস্তারের চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।