২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, টেরীবাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের সদস্য লায়ন আলহাজ্ব নূর মোহাম্মদ (৭৫) গত সোমবার দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটে নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও ৭ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসে ক্যান্সারসহ নানা রোগে ভোগছিলেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে বারটায় টেরীবাজার এলাকায় প্রথম নামাজে জানাজা এবং বাদ জোহর বদর আউলিয়া মাজার প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
নূর মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, প্রাক্তন ডিস্ট্রিক গভর্নর দৈনিক আজাদীর সম্পাদক লায়ন এম এ মালেক, আইপিডিজি লায়ন কামরুন মালেক, চিটাগাং চেম্বার এন্ড কমার্সের প্রেসিডেন্ট মাহাবুবুল আলম, লায়ন ডিস্ট্রিক গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য, গভর্নর (ইলেক্ট) লায়ন আল সাদাত দোভাষ, লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের প্রেসিডেন্ট আবদুর রব শাহীন, সেক্রেটারি লায়ন বিকে লালা, ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক, সিনিয়র সহ সভাপতি লায়ন বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান, সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, ফরিদুল ইসলাম, মো. লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর, গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রেসিডেন্ট পেয়ার মোহাম্মদ প্রমুখ। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।











