‘সাবরিনা’কে দর্শকের কাছে পৌঁছে দেয়া প্রয়োজন’

| রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

এই সময়ের আলোচিত নির্মাতা আশফাক নিপুণ। সমসাময়িক ঘটনা নির্মোহভাবে নিজের নির্মাণের মাধ্যমে তুলে ধরতে তুলনাহীন এই নির্মাতা এবার আসছেন তার নতুন ওয়েব সিরিজ ‘সাবরিনা’ নিয়ে। এবার বেছে নিয়েছেন নারী কেন্দ্রীক একটি গল্প। গতকাল শনিবার প্রকাশিত হলো ‘সাবরিনা’ ওয়েব সিরিজটির ট্রেলার। যা প্রকাশ্যে আসতেই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছে। নারী কেন্দ্রীক গল্প হলেও নিপুণের অন্য ফিকশনগুলোর মতোই এটাতেও বিরাট জায়গা জুড়ে আছে সমসাময়িক রাজনীতির কূটকৌশল, বাস্তবতা। অন্তত ট্রেলারে এমন আভাসই পাওয়া গেল। সোয়া দুই মিনিটের ট্রেলারের শুরুতেই দেখা যায়, হাসপাতালের ইমার্জেন্সিতে থাকা ডাক্তার সাবরিনার কাছে একটি ফোন আসে। জানানো হয়, একজন নারীকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নামও সাবরিনা। শুনে চমকে যান চিকিৎসক সাবরিনা। ভাবতে থাকেন, কীভাবে হলো? সে কি তবে স্বামীর গার্হস্থ্য নির্যাতনের শিকার? কারণ খুঁজতে গিয়ে একের পর এক জটিল রহস্যের সন্ধান পান চিকিৎসক সাবরিনা। যে রহস্যের সমাধান করতে করতেই হয়তো এই সময় ও সামাজিক অবস্থার নির্মমতা নিপুণ দেখাবেন পুরো সিরিজে। আর তা জানতে অপেক্ষা করতে হবে আগামি ২৫ মার্চ পর্যন্ত। ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত এই ওয়েব সিরিজটির মধ্য দিয়ে প্রখমবার ভিনদেশি প্লাটফর্মে কাজ করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিরিজে চিকিৎসক সাবরিনার চরিত্রে দেখা যাবে তাকে, অন্যদিকে অগ্নিদগ্ধ সাবরিনার চরিত্রে দেখা যাবে নাজিয়া হক অর্ষাকে।

পূর্ববর্তী নিবন্ধওটিটিতে সাকিবের অন্য জীবনের গল্প
পরবর্তী নিবন্ধতৃতীয় সংসারে ভালো নেই ন্যানসি