সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

গত সাফ চ্যাম্পিয়নশিপেও প্রাথমিক দলে ছিলেন এলিটা কিংসলে। কিন্তু নানা জটিলতায় সেবার ‘লালসবুজ’ জার্সিতে খেলা হয়নি নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে যাওয়া এই ফরোয়ার্ডের। এবারও প্রাথমিক দলে ছিলেন তিনি। প্রস্তুতিও নেন। কিন্তু কম্বোডিয়া সফর ও সাফ চ্যাম্পিয়নশিপের জন্য চূড়ান্ত দলে তাকে রাখেননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। বাফুফে ভবনে গতকাল শুক্রবার ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেন কাবরেরা। সেখানে কিংসলে ছাড়াও জায়গা হয়নি রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাশুক মিয়া জনি, শাহরিয়ার ইমন, সাজ্জাদ হোসেন ও মেহেদী হাসান শ্রাবণের।

চলমান লিগে স্থানীয় ফরোয়ার্ডদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল কিংসলে। আবাহনী লিমিটেডের হয়ে ৮ গোল করেন তিনি। স্কোয়াডে থাকাদের মধ্যে ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনের আছে ৪টি করে গোল। গত মার্চে সিশেলসের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের সিরিজে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় কিংসলের। অবশ্য গোলের আনন্দে অভিষেক রাঙাতে পারেননি তিনি। তবে ওই সিরিজে খেলে কিংসলের সাফে খেলার সম্ভাবনার পালে নতুন বাতাস লাগে। কিন্তু তা চুপসে গেল কাবরেরার ঘোষণায়। আক্রমণভাগে কিংসলেসহ সাজ্জাদ হোসেন ও শাহরিয়ার ইমনদের অনুপস্থিতি নিয়ে অবশ্য খুব বেশি কিছু বলতে রাজি হননি কাবরেরা। চূড়ান্ত দলে জায়গা না পাওয়া সাত জনকে নিয়ে একই কথা বলেছেন এই স্প্যানিশ কোচ। তিনি বলেন যারা নেই তারাও প্রস্তুতি ভালো করেছে। কিন্তু কারো ইনজুরি আছে বলে বাদ পড়েছে। এই পরিস্থিতি আমাদের সামাল দিতে হয়েছে। যারা জায়গা পায়নি, তারাও কঠোর পরিশ্রম করেছে। কিন্তু আমরা বিশ্বাস করি যোগ্যদের নিয়ে আমরা দল গুছিয়েছি। আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সামনে রেখে আজ শনিবার কম্বোডিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ১৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে।

বাংলাদেশ দল ঃ আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল, মিতুল মার্মা, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মেহেদী হাসান, ইসা ফয়সাল, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, আমিনুর রহমান সজীব, রাকিব হোসেন, সুমন রেজা ও রফিকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ সূচি তৈরির অপেক্ষায় আইসিসি
পরবর্তী নিবন্ধইমার্জিং এশিয়া কাপ খেলতে হংকং গেল নারী ক্রিকেট দল