সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল ফাইনালের আরও কাছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ১১:২৮ অপরাহ্ণ

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে আরও এগিয়ে গেল বাংলাদেশ। টানা তিন জয়ে বাংলাদেশ এখন সবার উপরে। শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যায়।

শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দিয়ে ফাইনালের আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ। মিরাজের হ্যাটট্রিকে মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারানোর নায়ক মিরাজ ছিলেননা দ্বিতীয় ম্যাচের একাদশে।

শুক্রবার সুযোগ পেয়েই সেটাকে কাজে লাগালেন মিরাজ। খেলার ২০, ২২, ৪২ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মিরাজুল। ৩২ মিনিটে অপর গোলটি করেন রফিকুল। মালদ্বীপের পক্ষে একটি গোল পরিশোধ করেন খেলার ৫৩ মিনিটে জাইন জাফর।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র আশুরা ৯ আগস্ট
পরবর্তী নিবন্ধ‘সবাই একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছিলাম’