সান্ত্বনার জয়ের খোঁজে বাংলাদেশ-পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে দু দলেরই। বাংলাদেশ এবং স্বাগতিক পাকিস্তান দু দলই গ্রুপ পর্বের ম্যাচে হেরেছে ভারত এবং নিউজিল্যান্ডের কাছে। দু দলই চলে গেছে সেমিফাইনালে। এখন গ্রুপ সেরা হবে কোন দল সে লড়াইটা বাকি ভারত এবং নিউজিল্যান্ডের। অপরদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে লড়াইটা একটি সান্ত্বনার জয়ের খোঁজে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে খালি হাতে ফিরবে কোন দল তা নিস্পত্তি হবে আজ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় মুখোমুখি হবে দু দল। ভারত এবং নিউজিল্যান্ডের কাছে যথাক্রমে ৬ এবং ৫ উইকেটে হেরে টুর্নামেন্টে থেকে বিদায় ঘণ্টা বাজে টাইগারদের।

অপরদিকে স্বাগতিক পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৮০ রানে। আর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটে। তাই দু দলেরই লক্ষ্য অন্তত শেষ ম্যাচে জিতে কোন রকমে মুখ রক্ষা করা। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের জন্য নিজেদের সেরাটা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, সব সময়ই আমরা ম্যাচ জিততে চাই এবং এ জন্য আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করি। কিন্তু সব সময় তা হয়না। সাফল্য পেতে দলের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে চান শান্ত। এটি আরেকটি ম্যাচ এবং আমরা দেশের জন্য খেলছি। এটি আমাদের জন্য সবসময় গর্বের বিষয়। তিনি বলেন, আমি আশা করি ক্রিকেটাররা ভক্তসমর্থক এবং দলের জন্য বিশেষ কিছু করবে। একটি ভালো ম্যাচ হবে আশা করছি। অপরদিকে শান্তর সাথে সুর মিলিয়ে একই কথা বলেছেন পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদও। তিনি জানান, নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় ক্ষুধার্ত পাকিস্তানি খেলোয়াড়দের আত্মবিশ্বাস যোগাতে সহায়ক হবে। তিন দশকের মধ্যে প্রথমবারের মতো ঘরের মাঠে আইসিসি ইভেন্ট আয়োজন করতে নেমে সাফল্য পায়নি স্বাগতিক পাকিস্তান। তবে কোন অজুহাত দেখাতে চাননা আকিব। জীবনে এমন কোনও অজুহাত থাকা উচিত নয়।

তবে আমি আপনাকে নিশ্চিত করতে পারি, খেলোয়াড়রা ভক্তদের চেয়ে বেশি কষ্ট পেয়েছে এবং শেষ ম্যাচে ভালো ফল করতে চায়। দলের এমন অবস্থায় খেলোয়াড়রা মোটেই খুশি নয়। হেরে যাবার পর কেউ খুশি থাকে না। তবে সবাই জয়ের জন্য কঠোর চেষ্টা করে এবং আমরা সমপ্রতি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতেছি। প্রতিটি ম্যাচই গর্বের। তাই শেষ ম্যাচে জয় দিয়ে শেষ করতে চাই। পরিসংখ্যানে যদিও ঢের এগিয়ে পাকিস্তান। তারপরও মাঠে যারা সেরাটা দেবে তারাই জিতবে সেটাই ক্রিকেটের নিয়ম। দু দল এ পর্যন্ত ৩৯ বার মুখোমুখি হয়েছে । যেখানে বাংলাদেশ জয় মাত্র ৫টি। আর পাকিস্তানের ৩৪টি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় কাটলে মালিকের বিরুদ্ধে মামলার নির্দেশনা পরিবেশ উপদেষ্টার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় পুণ্যার্থীদের ঢল দুই তীর্থযাত্রীর মৃত্যু