সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মেলা

| শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

চান্দগাঁও সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের দিন ব্যাপী বিজ্ঞান মেলা গতকাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুল ইসলাম বি.এসসি। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী থানা শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ। উপস্থিত ছিলেন অধ্যক্ষ কুতুব উদ্দিন, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, সাবেক প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, নাজমুল হক ও আনিসুর রহমান।

বিজ্ঞান মেলা উদ্বোধন করতে গিয়ে আলহা্বজ নরুল ইসলাম বি,এসসি বলেন, আমার এই শিক্ষা প্রতিষ্ঠান সমপূর্ণ ব্যতিক্রমধর্মী। এখানে পড়ালেখার মান অনেক উন্নত। আজ এখানে শিক্ষিত হার আগের চেয়ে অনেক বেড়েছে, যা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার ফসল।

প্রধান অতিথি বলেন, সভ্যতার বিকাশে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। স্কুল পর্যায়ে বিজ্ঞান মেলার চেতনা সৃষ্টি করায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব জাহেদুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূলে বিজ্ঞান মেলার আয়োজন একটি সময় উপযোগী পদক্ষেপ।

পরে অতিথিরা বিভিন্ন বিজ্ঞান মেলার প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন এবং বিজ্ঞান প্রজেক্ট এর ভূয়সী প্রশংসা করেন। মেলায় ৭০টিরও অধিক প্রজেক্ট প্রদর্শন করা হয়। ২য় অধিবেশনের প্রধান অতিথি ছিলেন সানোয়ারা গ্রুপ অফ কোমপানিজের চেয়ারম্যান সানোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য শাকিলা জাহান। সভাপতিত্ব করেন সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আবুল মনছুর চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবর্ণাঢ্য আয়োজনে দৃষ্টির ৩১ বছর পূর্তি উৎসব উদযাপিত
পরবর্তী নিবন্ধউন্নয়নের ধারা ধরে রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই