রাউজান উপজেলাধীন আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুয়া (সানু) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২টি খেলা গতকাল শুক্রবার স্থানীয় অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় উত্তর ঢাকাখালী যুবগোষ্ঠী ও তথাগত সংসদ ১–০ গোলে পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। খেলা শেষে সেরা খেলোয়াড় বিজিত দলের কিপার সৌভিত তালুকদারের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার অমিত বিজয় বড়ুয়া জুনু। দ্বিতীয় ম্যাচে নন্দনকানন মৈত্রী সংঘ ৩–১ গোলে ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতিকে হারিয়ে সেমিফাইনালে খেলার পথ সুগম করেছে। খেলা শেষে সেরা খেলোয়াড় জয়ী দলের তূর্ণা বড়ুয়ার হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদ সভাপতি প্রফেসর ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া।












