সাধু মিষ্টি ভাণ্ডারকে লাখ টাকা জরিমানা

নোংরা পরিবেশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ১০:২০ পূর্বাহ্ণ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর দায়ে নগরীর আইস ফ্যাক্টরী রোডের রেলওয়ে সুপার মার্কেটের সাধু মিষ্টি ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

গতকাল চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারি মো. জাফর আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধু মিষ্টি ভান্ডারের পাশাপাশি অমরচাঁদ রোডে ৬ দোকানদারকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ফুটপাত ও রাস্তার উপর সাইকেল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তাদের এ জরিমানা করা হয়েছে। এছাড়া অপর এক অভিযানে মুরাদপুর থেকে মির্জাপুল পর্যন্ত রাস্তা ও ফুটপাতের উপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৩ ব্যক্তিকে ৩৮ হাজার টাকা জরিমানা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ফের রোহিঙ্গা খুন
পরবর্তী নিবন্ধহালিশহরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার