ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার চার নাম্বার ওয়ার্ডের ব্যস্ততম একটি সড়ক গার্লস স্কুল রোড। সড়কটির এক পাশে রয়েছে শহরের একমাত্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং অপর পাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সড়কের দু’পাশে রয়েছে দলিল লেখকদের চেম্বার, প্রতিদিন এই রাস্তাটি দিয়ে ছাত্র–ছাত্রীসহ সাধারণ অসংখ্য মানুষ যাতায়াত করেন এবং প্রতিনিয়তই তাদের পড়তে হয় চরম ভোগান্তিতে। দীর্ঘদিন ধরেই এই সড়কটির দুর্দশা, জনদুর্ভোগ লাঘবে এটি সংস্কারের দাবিতে ইতিপূর্বে মানববন্ধনসহ বেশ কিছু কর্মসূচিও পালন করা হয়েছে, এবং এই বিষয়টি জাতীয় গণমাধ্যমেও আলোচিত হয়েছে। কিন্তু তারপরেও রাস্তাটি এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। খানাখন্দে ভরা এই সড়কটির অনেক আগে থেকেই বেহাল দশা, এর মধ্যে কয়েকদিনের টানা বর্ষণের কারণে সড়কটি এখন অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, তাই সড়কটি দিয়ে চলাচলকারী মানুষদের ভোগান্তি এখন চরমে। রাস্তাটি ব্যবহারকারী সাধারণ মানুষদের দীর্ঘদিনের দাবি এটি সংস্কার করা হোক। আশাকরি অতি শীঘ্রই রাস্তাটি সংস্কারে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
মেহেরাব হোসেন রিফাত
নলছিটি, ঝালকাঠি।