রাজনৈতিক দলগুলোর রেষারেষির কারণে সবসময়ই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। দেশে এমন ঘটনা বিভিন্ন সময়ে দেখা গেছে। ২০১৪ সালের নির্বাচনের পর দেশে হওয়া জ্বালাও-পোড়াও, ভাঙচুরের কথাতো এখনো জ্বলজ্বল করছে। যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে। দিনের পর দিন হরতাল অবরোধ ডেকে সাধারণ মানুষের ব্যাবসা বাণিজ্য সহ শিক্ষার্থীদের পড়াশোনার চরম ক্ষতি করেছে। বর্তমানে সেই রাজনৈতিক উন্মাদনা আবারও শুরু হয়েছে।
রাজনৈতিক সমাবেশের জন্য বাস চলাচল বন্ধ থাকছে। জনগণ পড়ছে চরম ভোগান্তিতে। যে রাজনীতি হওয়া উচিত ছিল সাধারণ মানুষের সুবিধার জন্য, সেই রাজনীতি এখন মানুষের গলার কাটা হয়ে উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে জনগণকে জিম্মি করে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ হাসিল করছে। এটা কোনো ভালো লক্ষণ নয়। প্রাণের জন্মভূমিতে আর হানাহানি দেখতে চায় না সাধারণ মানুষ। রাজনীতি মানুষের জন্য। রাজনৈতিক দলগুলোর উচিত সাধারণ মানুষ ক্ষতির সম্মুখীন হয়, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এমন কাজ না করে শান্তিপূর্ণ ভাবে রাজনৈতিক বিরোধের সমাধান করা।
সুকান্ত দাস
যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।











