সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার

অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে পেয়ারুল ইসলাম

| বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, শেখ হাসিনা দেশের সকল জনগণের কল্যাণের জন্য সব রকম পদক্ষেপ গ্রহণ করেছেন। এখন মানুষের মৌলিক চাহিদা পূরণ ও দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। বীর মুক্তিযোদ্ধারা কোন লোভলালসা নিয়ে দেশের জন্য যুদ্ধ করেনি। আপনারা যুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করার জন্য। বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমার পরিষদ সবসময় খোলা থাকবে এবং তাঁদের জন্য যে কোন সমস্যা আমি সমাধানের চেষ্টা করব। পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি কিংবা যে কোন দুর্যোগ মোকাবেলায় সবসময় অসহায় মানুষের পাশেই আছেন প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলার বীর মুক্তিযোদ্ধা ও দুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে এসব বিতরণ করা হয়। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি দেশের সব সুবিধাবঞ্চিত মানুষকে সামাজিক উন্নয়নের মূল স্‌্েরাতধারায় ফিরিয়ে আনতে ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে চট্টগ্রাম জেলা পরিষদ ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সদা তৎপর থেকে আরও গুরুত্বপূর্ণ আবদান রাখবে। সকলেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমসহ কর্মকর্তাকর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদ উপহার নিয়ে দুই হাজার পরিবারের পাশে মেয়র
পরবর্তী নিবন্ধইফতেখার উদ্দিন চৌধুরীর দুটি গ্রন্থের পাঠ উন্মোচন