ইফতেখার উদ্দিন চৌধুরীর দুটি গ্রন্থের পাঠ উন্মোচন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সম্প্রতি প্রকাশিত দুটি গ্রন্থ : ‘বঙ্গবন্ধু ও অসাম্পদায়িক বাংলাদেশ’ ও ‘গণতন্ত্রের জয় পরাজয়’এর পাঠ উন্মোচন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। গতকাল মঙ্গলবার আজাদী কার্যালয়ে পাঠ উন্মোচনকালে এম এ মালেক বলেন, একটি বই একজন বন্ধুর সমান। একটি ভালো বই একটি লাইব্রেরির সমান। তিনি ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর বই দুটির বহুল প্রচার কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ।

উল্লেখ্য, . ইফতেখার উদ্দিন চৌধুরী দেশে বিদেশে একজন স্বনামধন্য অধ্যাপক, গবেষক ও সমাজবিজ্ঞানী হিসেবে সুপরিচিত। গবেষণা কাজের স্বীকৃতি ও সার্বিক বিষয়ে অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় ও আন্তর্জাাতিক পর্যায়ে অসংখ্য সম্মাননা পেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার
পরবর্তী নিবন্ধঈদের দিনে