‘জিয়া খন্দকারের জীবনবোধ ছিল ভীষণ গভীর, মানুষের জন্য তার মমত্ববোধ ছিল অসাধারণ। রাজনীতি ও লেখালেখি তিনি ভীষণ উপভোগ করতেন। তাই তিনি সারাজীবন সাধারণ জীবনযাপন করে অসাধারণ একজন মানুষ হয়ে থাকলেন। এ কারণেই, সাধারণে অসাধারণ জিয়া খন্দকার।’ গত শুক্রবার শহীদ শহীদুল্লাহ সড়কে মিল্লাত গার্ডেন হলরুমে সানার হরিণ পরিবারের উদ্যোগে বিশিষ্ট লেখক ও রাজনীতিবীদ জিয়া খন্দকারের স্মরণসভায় বক্তারা উপরোক্ত মতামত ব্যক্ত করেন।
কবি ইকবাল চৌধুরীর সভাপতিত্বে সংগঠক বাবু রাজিব খগেশ দত্তের পরিচালনায় এতে বক্তব্য দেন সানাউল্লাহ খন্দকার, শাহাদাত হোসেন, শহীদ খন্দকার, সাইরাস চৌধুরী, কবি জিন্নাহ চৌধুরী, কবি রেজাউল হক হেলাল, এ্যাডভোকেট সমীর কর, হীরালাল চক্রবর্তী, কবি উত্তম দেবনাথ, জাহিদ হোসেন বাবলু, এন এন জীবন, এম শরীফ ভূইয়া, সাইফুল ইসলাম, কবি সাইফ ফরহাদী, নুরুল আলম ভূঁইয়া, মুক্তা মিল্লাত, শাহীন হায়দার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।