সাদা মুরগি খাবো না, বেশি দাম দেবো না বলে ক্রেতাসাধারণকে সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। রমজান মাসের ব্যবহার্য ভোগ্য পণ্যসামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নিমিত্তে গত সোমবার নগরীর বহদ্দারহাট কাঁচা বাজারে গণপ্রচারণা কর্মসূচির চতুর্থ দিনে উক্ত অনুরোধ জানান তিনি।
এ সময় সুজন বলেন, কতিপয় অসাধু কর্পোরেট সিন্ডিকেট ব্যবসায়ী ইচ্ছেমতো ব্রয়লার মুরগির দাম নিয়ন্ত্রণ করছে। তাদের সিন্ডিকেটের কারণে ব্রয়লার মুরগির দাম আজ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। ভোক্তাদের পুষ্টির অন্যতম এই উপাদানকে সিন্ডিকেট করে গলাকাটা দাম আদায় করা হচ্ছে। তাদের অশুভ তৎপরতার কারণে সাধারণ ভোক্তাদের থালা থেকে হারাতে বসেছে প্রয়োজনীয় এ আমিষটি। কন্ট্রাক্ট ফার্মিং ও কর্পোরেট সিন্ডিকেট কারসাজিতেই মুরগির এ বাড়তি দাম বলেও মত প্রকাশ করেন তিনি।
গণপ্রচারণা কর্মসূচিতে এসময় অন্যান্যদের মধ্যে নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, মোরশেদ আলম, সমীর মহাজন লিটন, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আহমেদ ইমু, সহ–সভাপতি নোমান চৌধুরী, হৃদয় মিত্র সুমন, রাকিবুল হাসান রাকিব, শহীদুল আলম শহীদ, আশীষ সরকার নয়ন, জি.এম তাওসীফসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।