জেমিসন হাসপাতালে সেবার মান বাড়াতে কাজ চলছে

মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান

| বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের নার্সদের নিয়ে হাসপাতাল মিলনায়তনে গতকাল মঙ্গলবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। নার্সিং কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, হাসপাতালের পরিচালক কে এফ রহমান, প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন। প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আপনারা হাসপাতালের একটি অপরিহার্য অংশ।

অপারেশন থিয়েটার, লেবার রুমসহ হাসপাতালের অবকাঠামো উন্নয়নে সংস্কারের কাজ চলমান রয়েছে। হাসপাতালের হারানো সুনাম ও আস্থা ফিরিয়ে আনতে সকলকে একসাথে কাজ করতে হবে। আপনাদের সমস্যা নিরসনে আমরা সকলে মিলে সমাধানে কাজ চালিয়ে যাব। হাসপাতালে সেবার মান বাড়াতে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাদা মুরগি খাব না, বেশি দাম দেব না : সুজন
পরবর্তী নিবন্ধমুরগি বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা