মুজিববর্ষের বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাদার্ন স্পোর্টস সেন্টারের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে স্থায়ী ক্যাম্পাসের মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেদীবাগ ক্যাম্পাস ২-১ গোলে স্থায়ী ক্যাম্পাসকে পরাজিত করে। বিজয়ী দলের শহিদুল ইসলাম ২টি গোল করেন। বিজিত দলের পক্ষে তৌহিদ গোল করেন। খেলায় শিক্ষক ও কর্মকর্তাসহ কর্মচারীরা অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান। আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক। সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন তথ্য ও প্রযুক্তি অফিসের মো. শহিদুল ইসলাম। সাদার্ন ইউনিভার্সিটির স্পোর্টস সেন্টারের ইনচার্জ সাইফুল্লাহ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ফুটবল ম্যাচে রেফারি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মোহাম্মদ হাসান। প্রেস বিজ্ঞপ্তি।