ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বকেয়া সাত লাখ ৬৯ হাজার টাকা পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল নগরের মোহরা ও কালুরঘাট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে রাজস্ব সার্কেল-২ এর আওতাধীন কালুরঘাট শিল্প এলাকার গোল্ডেন হাইট্স ইন্ডাস্ট্রিজ লি. থেকে চার লাখ ৯০ হাজার টাকা ও হাজী ছাবের আহমদ টিম্বার এন্ড কন্টেইনার ইয়ার্ড থেকে দুই লাখ ২৪ হাজার টাকা বকেয়া পৌরকর আদায় করা হয়েছে।
এই অভিযানে বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ মোহরা কামাল বাজার এলাকায় ছয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে। এসময় ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা করায় চার প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।












