সাতই মার্চ একাত্তরে পড়লো দেশে সাড়া
রেসকোর্সে ছুটছে মানুষ হয়ে পাগলপারা।
ছুটছে ছেলে ছুটছে মেয়ে মজুর যুবা কিষাণ
বাঁশের লাঠি হাতে তাদের মুক্তির দিশা নিশান।
দুপুর হতেই বিশাল মাঠে যায় যে লোকে ভরে
সবাই তখন গোনে প্রহর মহাকবির তরে।
হঠাৎ ওঠে গর্জন মাঠে সাগর যেন দুলে
মঞ্চে এসে দাঁড়ান কবি তর্জনীটা তুলে।
উত্তাল সাগর গর্জে ওঠে বজ্রকন্ঠের হাঁকে
ঘরে ঘরে খুশির ঝর্ণা স্বাধীনতার ডাকে।
প্রলয় দোলা লাগে সাড়ে সাত কোটিরও রক্তে
কাঁপন ধরে পাকি শাহীর ক্ষমতারই তখতে।
ঘরে ঘরে দুর্গ গড়ে মহাকবির ডাকে
সকাল সন্ধ্যা স্বাধীনতার সুবাস গায়ে মাখে।
পঁচিশ মার্চ কালো রাত্রি বঙ্গবন্ধুর ডাকে
বীর বাঙালি অস্ত্র ধরে ‘জয় বাংলা’ হাঁকে।