সাতবাড়িয়া অলি আহমদ কলেজে পুরস্কার বিতরণ

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম কলেজের একাডেমিক উন্নয়ন ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ আবুল বশর ভূঁইয়া। অধ্যাপক রবীন্দ্র চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপিকা শিখা রাণী দে, অধ্যাপিকা রঞ্জু বড়ুয়া, মোস্তাফিজুর রহমান, কাজী নজরুল ইসলাম, সেবাশিষ বড়ুয়া ও ফরিদুল হক।
প্রধান অতিথি ছাত্র ছাত্রীদেরকে নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ গ্রহণ করে কলেজে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে সুইমিংপুল ফ্যামিলি নাইট
পরবর্তী নিবন্ধআজাদী সম্পাদকের সাথে চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ