সাতবাড়ীয়া অলি আহমেদ বীর বিক্রম কলেজে বিদায় সংবর্ধনা

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

চন্দনাইশস্থ সাতবাড়িয়া অলি আহমেদ বীর বিক্রম কলেজে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় সংবর্ধনা গতকাল অনুষ্ঠিত হয়। কলেজ প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের পবিত্র কোরান তেলায়াতের মাধ্যমে অধ্যক্ষ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানার আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বশর ভুঁইয়া। হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক রবীন্দ্র চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বৈলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম তালুকদার, কলেজ জিবি সদস্য মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক মিনহাজুল হুদা, অধ্যাপক সেবাশীষ বড়ুয়া, অধ্যাপক কাজী নজরুল ইসলাম, অধ্যাপক আবু বাকের, অধ্যাপক ছামিরুল ইসলাম, অধ্যাপক ফরিদুল হক। আলোচনা শেষে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ছাত্রছাত্রীরা হামদ ও নাত, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করে এবং সাতবাড়িয়া শাহআমানত দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদুল হকের পরিচালনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাগীশিক কেন্দ্রীয় সংসদের সভা
পরবর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার প্রস্তুতি সভা