সাতকানিয়া বন্যাকবলিত এলাকায় জনগণের পাশে এম এ মোতালেব

| বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেন, দুর্যোগের সময় সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসা জরুরী। স্মরণকালের রেকর্ড ভাঙ্গা ক্ষয়ক্ষতির পরিমান অনেক, তবে এই মুহূর্তে সবাইকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ব্যতীত কোন উপায় নাই। অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে পানিতে সৃষ্ট আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। দুর্গত মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা দরকার।

গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের সাথে সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রম পরিচালনার কাজে নিয়োজিত কর্মকর্তাগণের সাথে তিনি বৈঠক করেন। যেসকল এলাকা বেশী প্লাবিত হয়েছে সেই সকল এলাকায় উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণ কাজ একসাথে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর শাতিল, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ। পরবর্তীতে এম এ মোতালেব বন্যাকবলিত পৌরসভা, এঁওচিয়া, সোনাকনিয়া, আশ্রায়ন প্রকল্প এলাকায় ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ, মাসুদ জাহাঙ্গীর, সাইফুল ইসলাম সুমন, ওয়াহিদুল ইসলাম, কামাল উদ্দিন, ফরহাদ হোসেন, মো. রিয়াদ, ইয়াসিন চৌধুরী জনি, মো. ইদ্রিস, মো. আইয়াজ, মো. এমরান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কাট্টলী ওয়ার্ড আ. লীগের সভা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে জেলা পরিষদের বরাদ্দপত্র হস্তান্তর