চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্ল্যাহ চক্ষু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই রাজনীতিতে নারীদের অংশগ্রহণের ভিত্তি গড়েছিলেন। তিনি ১৯৭৮ সালে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে নারীদের অন্তর্ভুক্ত করেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসন ১৫ থেকে ৩০–এ উন্নীত করেন এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের জন্য আসন সংরক্ষণ করেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সাতকানিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত রাজনীতিতে নারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর বিএনপি নেতা মো. ইউসুফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক প্রার্থী নুরুল আফসার, পৌর বিএনপি নেতা নাসির উদ্দিন। দিদারুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফসার, রাজামিয়া, আরমান, সালেহা বেগম, রাশেদা বেগম, মনিরা খাতুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












