সাতকানিয়া পৌরসভায় নব-নির্বাচিত মেয়র কাউন্সিলরদের অভিষেক

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:২৮ পূর্বাহ্ণ

সাতকানিয়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিষেক ও সাবেক কাউন্সিলরদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সাতকানিয়া পৌরসভা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিতু, থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন। অন্যদের মধ্যে বিদায়ী কাউন্সিলর মো. নুরুল হক, সাইফুদ্দিন দুলাল, মোজাম্মেল হক ভোলা, হাসিনা আক্তার, শিকু আরা বেগম এবং নব-নির্বাচিত কাউন্সিলর এনামুল কবির, খোরশেদ আলম, একেএম মোর্শেদ, আবু বক্কর ছিদ্দিক, মো. আরিফুল হক, সাইফুল আলম, আরফাত উল্লাহ, মো. রাসেল উদ্দীন চৌধুরী, আবদুল হালিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাছুমা বেগম, শাহনাজ পারভীন, আফরোজা আক্তার শারমীন বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের আনাচে কানাচে উন্নয়নের ছোঁয়া লাগিয়ে যাচ্ছেন। গ্রাম হচ্ছে শহর। শহুরে সব সেবা পৌঁছে দিচ্ছেন গ্রামের মানুষের মাঝে। তিনি বলেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। নাশকতা, জঙ্গিবাদ, ধর্মের নামে সহিংসতা বন্ধ করে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করে এগিয়ে নিয়ে যেতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন জাতি
পরবর্তী নিবন্ধচসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার পিতার ইন্তেকাল