সাতকানিয়ায় ৩ বছরের সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ৯ আসামী গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ৭ জানুয়ারি, ২০২৩ at ৯:৩৬ অপরাহ্ণ

সাতকানিয়ায় পৃথকভাবে অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ জন আসামীকে গ্রেফতার গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত, এসআই মো.আমির হোসেন, আবদুর রহিম, প্রবীণ দেব, একরামুজ্জামান, এএসআই আল আমিন, মো. নুরুন্নবী, মো. মজিবুর রহমান ও ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আল আমিনের নেতৃত্বে পুলিশ উপজেলার এওচিয়ার দেউদীঘি, সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা, উত্তর ঢেমশা দীঘির পাড়, বাজালিয়ার বড়দুয়ারা, উত্তর বাজালিয়া, পশ্চিম গাটিয়াডেঙ্গা, দক্ষিণ ঢেমশা আশেকর পাড়া ও খাগরিয়ার মাইজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ৯ আসামীকে গ্রেফতার করে।

পুলিশের দেয়া তথ্যমতে, গ্রেফতারকৃতরা হলো এওচিয়ার দেওদীঘি, ফজর বর বাড়ির এজাহার মিয়ার পুত্র ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. শহীদুল ইসলাম প্রকাশ শহীদ (৪২), সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা শরীফ পাড়ার মৃত কাদের বক্সুর পুত্র রেজাউল করিম (৩৪), ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা দীঘির পাড়ের জাফর আহমদ মাস্টারের পুত্র মো. জাবেদ (৩৮), দক্ষিণ ঢেমশা আশেকর পাড়ার মৃত সৈয়দুর রহমানের পুত্র মো. আনু মিয়া (৩৮), বাজালিয়ার বড়দুয়ারা চেইনতলার মৃত আবদুস সোবাহানের পুত্র আলী আহমদ (৫৫), উত্তর বাজালিয়ার মৃত আহমদ কবির প্রকাশ এতিম আলীর পুত্র মো. সেলিম (৪৫), পশ্চিম গাটিয়াডেঙ্গার আহমদ মিয়ার পুত্র মো. আবু তাহের (৫৫), এওচিয়ার মাহাবুর রহমানের পুত্র আবু বক্কর (৪৮) ও খাগরিয়ার মাইজ পাড়ার মৃত কবির আহমদের পুত্র নুরুল আলম (৩৫)।

সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত জানান, গ্রেফতারকৃতদের মধ্যে শহীদ ৩ বছরের ও রেজাউল করিম ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও অন্যান্যদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আজ শনিবার (৭ জানুয়ারি) সকালে আদালতে হাজির করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় কাঠবাহী জিপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ২ গৃহস্থের ৫ লাখ টাকার গরু চুরি