সাতকানিয়ার কেরানীহাট-বান্দরবান সড়ক দিয়ে অভিনব পন্থায় ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম পাচারকালে সুমন তংচংগ্যা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার সুমন তংচংগ্যা বান্দরবান জেলার বাকিচড়া এলাকার প্রভাত তংচংগ্যার ছেলে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে অভিযান চালিয়ে সুমন তংচংগ্যাকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতরে কালো পলিথিন দ্বারা মোড়ানো ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম জব্দ করা হয়। তিনি আরও জানান, সুমন তংচংগ্যা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। অর্থ সংগ্রহের জন্য দীর্ঘদিন যাবৎ দুর্গম পাহাড়ি অঞ্চল হতে মাদকদ্রব্য (আফিম) সংগ্রহ করে পরবর্তীতে তা দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।












