সাতকানিয়ায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৩৫ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় কেরানীহাট নোহা-কার-হাইচ মালিক সমবায় সমিতির উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়েছে।
গত সোমবার উপজেলার কেরানীহাটে পরিবহন শ্রমিক ও সাধারণ পথচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন। আবদুল মালেক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী, মো. মহিউদ্দীন, আকতার, জানে আলম, মো. নুরু, মো. সেলিম, আবদুর রহিম, মো. সোহেল, আবদুর রহিম ও সেলিম উদ্দিন। অনুষ্ঠানে দুই হাজার মাস্ক ও দুই শত বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের ফরম বিতরণ
পরবর্তী নিবন্ধহেলথ এসিসট্যান্ট এসো’র সভা, চার দাবি