সাতকানিয়ায় মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত, বখাটে কিশোরের কারাদণ্ড

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বখাটে কিশোরকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত বখাটের নাম নাছির উদ্দিন (২০)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা। জানা যায়, কক্সবাজারের রামুর গর্জনিয়া এলাকার শামসুল আলমের পুত্র বখাটে নাছির উদ্দিন ছৈয়দাবাদ এমদাদুল উলুম দুদু ফকির মাদরাসার এক ছাত্রীকে গতকাল বুধবার মাদরাসায় যাওয়ার পথে উত্ত্যক্ত করে। ওই ছাত্রী বিষয়টি মাদরাসার শিক্ষক ও পরিবারের লোকজনকে জানায়। এরপর স্থানীয় লোকজন বখাটে নাছিরকে আটক করে মাদরাসায় নিয়ে যায়। পরে খবর পেয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা মাদরাসায় আসেন এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালত বখাটে নাছিরকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধভারতের বিপক্ষে গোল করার ইচ্ছে ছিল নোভার
পরবর্তী নিবন্ধকোপার ফাইনালে উঠলো ব্রাজিলের মেয়েরা