ভারতের বিপক্ষে গোল করার ইচ্ছে ছিল নোভার

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

শ্রীলংকা ম্যাচে গোল পাননি বলে হতাশা ছিল। ভারতের বিপক্ষে জোড়া গোল করে হতাশার সে বৃত্ত থেকে বেরিয়ে এলেন পিয়াস আহমেদ নোভা। আসছে মালদ্বীপ ম্যাচে দেশকে আরও ভালো কিছু দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন প্রত্যয়ী কণ্ঠে। ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে বুধবার ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। পিয়াস গোল দুটি করেন প্রথমার্ধে। প্রথমটি কোনাকুনি শটে, দ্বিতীয়টি পেনাল্টি থেকে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচে গোল পাননি পিয়াস। ভারত ম্যাচে গোল পেতে তাই ছিলেন মরিয়া। ভাইয়ের সঙ্গে ম্যাচের আগের রাতে কথা বলার পর আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল বলেও বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জানান এই ফরোয়ার্ড। ‘সবসময় গোল পাওয়ার চেষ্টা করি। আগের ম্যাচে গোল পাইনি। ইচ্ছা ছিল ভারতের বিপক্ষে গোল করার। ম্যাচের আগের রাতে যখন ভাইয়ের সঙ্গে কথা বলেছি, সে বলেছে, ভারত অনেক বড় রাষ্ট্র, ওদের একটা প্রদেশের সমান আমাদের দেশ। তো ওদেরকে দেখিয়ে দে, আমরা পারি। এই কথাটা সারারাত আমার মাথার ভিতর ঘুরেছে। আমিও ভেবেছি -আমিও দেখিয়ে দেব। চেষ্টা করেছি, দেশকে ভালো কিছু দেওয়ার। আল্লাহর রহমতে সেটা পেরেছি।’ ‘গোল দিয়েছি, ভারতকে হারিয়েছি, আমার খুব ভালো লাগেছে। আমার ইচ্ছা ছিল ভারতের বিপক্ষে গোল করার। আল্লাহর রহমতে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। পরের ম্যাচে চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার, দলকে আরও ভালো কিছু দেওয়ার।’ আগামী শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। পিয়াসের চাওয়া ভারত ম্যাচের পারফরম্যান্স মালদ্বীপের বিপক্ষে টেনে নেওয়া।

পূর্ববর্তী নিবন্ধশেষ দিনে টেস্ট বাঁচানোর মিশন পাকিস্তানের
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত, বখাটে কিশোরের কারাদণ্ড